ফেনী যুবদলের সদস্যসচিবকে কুপিয়ে জখম
ফেনী সদর উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১৬ এপ্রিল) রাতে উপজেলার ভোরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর বাড়ি ভাঙচুর করা হয়। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা যুবদল বলছে, যুবলীগের পক্ষ থেকে এই হামলা করা হয়েছে।