হকারি করে সংসার চলে ৫ কিশোরের
খাগড়াছড়ির দীঘিনালায় ফুটপাতে বোতল, লোহা, টিন, পেপার কুড়িয়ে সংসারে খরচ জোগাতে ব্যস্ত সময় পার করছে ৫ কিশোর। সারা দিনে যা উপার্জন করে তা দিয়ে আবার রাতে বাজার করে ঘরে ফিরে তারা। হকারি করে সারা দিনে একেক জন ১২০ থেকে ২০০ টাকা আয় করেন।