নবাবগঞ্জে টিএসপি সারের বিবর্ণ রং, দুশ্চিন্তায় কৃষক
চলতি মৌসুমে চাষাবাদের জন্য কেনা টিএসপি সার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষকেরা। কৃষকদের অভিযোগ, উপজেলার রামপুর বাজারে সরকারের অনুমোদিত ডিলার মণ্ডল ট্রেডার্স থেকে সার কিনে তাঁরা প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে কৃষি অফিসে যোগাযোগ করেও কোনো সাড়া না পাওয়ারও দাবি করেন তাঁরা।