‘শাহি নাশতা’ বিক্রি করে কাটে শুক্কুর আলীর দিন
এক সময় রেস্তোরাঁয় কাজ করতেন শুক্কুর আলী। এখন তাঁর দিন কাটে পথে পথে ভ্যানে করে শাহী নাস্তা বিক্রি করে। কাজ করার একপর্যায়ে দুই বছর আগে খিঁচুনি ওঠে অজ্ঞান হয়ে গরম করাই এর ওপর পড়ে যান তিনি। তখন গলা, ঘাড়, চোখ এবং কানের অনেকখানি পুড়ে যায়...