ঢামেকে র্যাবের অভিযানে ২৪ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা
পলাশ কুমার বলেন, ঢাকা মেডিকেলে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে সর্বোচ্চ এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এদের অনেকেই অপরাধ স্বীকার করেছে। অনেকের কাছে প্রেসক্রিপশন ও ডায়াগনস্টিক সেন্টারের ব্লাডের রিপোর্ট পাওয়া গেছে।