নামেই মাদানি অ্যাভিনিউ, চলাচলে নিত্য দুর্ভোগ
রাজধানীর মাদানি অ্যাভিনিউ ঘিরে আছে বিভিন্ন দেশের দূতাবাস, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জনবসতি। ১০০ ফুট প্রশস্ত ব্যস্ততম এই সড়ক নামেই অ্যাভিনিউ। কারণ, এর দুই কিলোমিটার অংশ ভাঙাচোরা, রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত; যা চলাচলকারীদের জন্য হয়ে উঠেছে নিত্য দুর্ভোগের। প্রভাব পড়েছে এলাকার ব্যবসায়। ভাড়াটেরা ছাড়ছে এলাকা।