নাহিদকে মৃত্যু ডেলিভারি দিয়ে কী পেলেন?
দুই পক্ষে তুমুল ‘লড়াই’ হলো। একে–অন্যকে দেখে নেওয়ার লড়াই। সেই লড়াইয়ে প্রাথমিকভাবে আহত হলো অর্ধশতাধিক, আর প্রাণ গেল নাহিদ হাসানের। জানা গেছে, একটি কুরিয়ার প্রতিষ্ঠানে ডেলিভারিম্যানের কাজ করতেন নাহিদ। একজন ডেলিভারিম্যানকে মৃত্যু ডেলিভারি দিয়ে আসলে কী পেল বিবাদে জড়ানো দুই পক্ষ?