ডেঙ্গু আবারও মৃত্যুদূত
ডেঙ্গু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক তালিকাভুক্ত একটি নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। অর্থাৎ সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, যারা বিশ্বপরিক্রমায় অনুমিত বাসস্থানের সুবিধায় নিজেদের উপনীত করতে ব্যর্থ, মূলত তাদের রোগ। মশা-মাছির জন্য যে পরিবেশ অনুকূল, নিশ্চিতভাবে বলা যায়, মানুষের জন্য সেই পরিবেশ অনুপযুক্ত।