মাদক মামলায় রায়, সাজার বদলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে হবে ১ মাস
ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় মো. আবদুল্লাহ (৫০) নামের এক আসামিকে ব্যতিক্রমী সাজা দিলেন আদালত। রায়ে আদালত চত্বরে প্রতিদিন এক ঘণ্টা করে ‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী’, ‘মাদক দেশ ও দশের শত্রু, মাদক পরিহার করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে এক মাস দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।