ঠাকুরগাঁওয়ে ‘পাকা’ আম কিনে ভোক্তা দেখলেন অপরিপক্ব আঁটি
পরিপক্ব হওয়ার আগেই ঠাকুরগাঁওয়ের অধিকাংশ হাট-বাজারে ফলের দোকানগুলোতে উঠতে শুরু করেছে ‘পাকা’ আম। আর সে সব আম কিনে প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা। ব্যবসায়ীদের দাবি, তাঁরা পাইকারি দরে ট্রাক থেকে আম কিনে খুচরা বিক্রি করছেন। এ বিষয়ে তাঁরা আর কিছু জানেন না...