রেললাইনে পড়ে আছে কাটা আঙুল, মাথার খুলির অংশ, বরের মুকুট
রেললাইনের পাত ঘেঁষে পড়ে আছে বিচ্ছিন্ন একটি আঙুল, তাঁর গোড়ায় জমাটবাধা রক্ত। লম্বা সেই আঙুলের নখে ফিকে হওয়া মেহেদির রং। নানা বয়সী উৎসুক মানুষ সেই আঙুল দেখছিলেন ভয়ার্ত চোখে, সেখানে পিনপতন নীরবতা। হঠাৎই এক তরুণী বলে উঠলেন, ‘আহারে!’ পাশে থাকা আরেক মধ্যবয়সী নারী বলে উঠলেন, ‘কী সুন্দর নখ, মেহেদিও দিয়েছিল ৷