সাকিবের তাণ্ডবের রাতে ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ক্রিকেটার
ঝড়, সাইক্লোন, সুনামি—সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে সেন্ট লুসিয়া কিংস-অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস ম্যাচে গত রাতে যা হয়েছে, তা বোঝাতে এই শব্দগুলোও যেন কম হয়ে যায়। প্রথমে তাণ্ডব চালিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের পর টিম সাইফার্টের বিধ্বংসী ইনিংস ছাড়িয়ে গেছে সবকিছু।