বাংলাদেশের সুপার এইটের ম্যাচ দেখবেন কোথায়
গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে বাংলাদেশ উঠেছে সুপার এইটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল সকালে শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের সুপার এইট মিশন। একই দিন সকালে কোপা আমেরিকায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কানাডা। তার আগে আজ রাতে ইউরোর বেশ কিছু ম্যাচ রয়েছে। একনজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।