টানেলে আটকা ৪১ শ্রমিককে উদ্ধারে নিষিদ্ধ ‘র্যাট হোল’ খনন পদ্ধতি শেষ ভরসা
নিরাপত্তার কারণে আইন করে নিষিদ্ধ খনন পদ্ধতি উত্তরাখণ্ডের টানেলে আটকা ৪১ শ্রমিককে উদ্ধারে শেষ ভরসা হলো। দীর্ঘ ১৭ দিনের উদ্ধার অভিযান এখন শেষ মুহূর্তে। এর আগে নানা পদক্ষেপ উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসেনি, আধুনিক প্রযুক্তির মার্কিন যন্ত্রও অকেজো হয়ে যায়।