‘প্রথম দেখেছিলাম মোনালিসাকে’
সালটা ২০০০-০১। অপূর্ব তখনও আজকের অপূর্ব হয়ে ওঠেননি। অভিনয়ই শুরু করেননি তখনও। তবে অভিনয়-মডেলিংয়ের ইচ্ছাটা ছিল। সিনেমা দেখতেন নিয়মিত। টিভি নাটক। সিরিজ। দেশের অনেক অভিনয়শিল্পীর কাজ ভালো লাগতো অপূর্বর। মোনালিসাও ছিলেন তাঁর পছন্দের তালিকায়।