আজমত উল্লার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুললেন জাহাঙ্গীর আলম
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজ এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন, গত চার দিন ধরে টঙ্গীতে আজমত উল্লা তাঁর নিজস্ব লোক দিয়ে আমাদের ওপর হামলা ও নির্বাচনের প্রচারণায় বাধা প্রদান করছেন।