নিজেদের তৈরি মডেল রকেট আকাশে ওড়াল শিশুরা
ওয়ার্কশপে শিশুরা নিজেরাই মডেল রকেট তৈরি করছে এবং তাদের তৈরিকৃত রকেট উৎক্ষেপণের মাধ্যমে রকেটের বিভিন্ন অংশ সম্বন্ধে জেনেছে। এ ছাড়া, রকেট কীভাবে কাজ করে, এর ইতিহাস, এবং গাণিতিক বিভিন্ন হিসেব নিকেশের মাধ্যমে কীভাবে একটা রকেট আকাশে উড়তে পারে সেই বিষয়ে তাঁরা ধারণা পেয়েছে।