স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের হুমকি-ধমকির প্রতিবাদে চকরিয়ায় জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন
কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের হুমকি-ধমকি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দেওয়া অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চকরিয়া ও পেকুয়ার জনপ্রতিনিধিরা। আজ বুধবার বিকেল ৫টার দিকে চকরিয়ার একটি হোটেলে তাঁরা এই সংবাদ সম্মেলন করেন।