হত্যার দায়ে ৫ জনের ফাঁসির রায়, মারমুখী আচরণ দণ্ডপ্রাপ্তদের
ফরিদপুরে শওকত মোল্যা (২০) নামের এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।