মাশরাফি বলছেন, বাদ নয়, তামিমই থাকতে চাননি দলে
বিশ্বকাপের দল ঘোষণার আগে নিজের চোট নিয়ে সংশয়ের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন তামিম ইকবাল। এরপর থেকে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ওঠে, ‘আনফিট’ তামিমকে চান না সাকিব আল হাসান ও চণ্ডিকা হাথুরুসিংহে। সেই গুঞ্জনই গতকাল সত্যি হয়েছে।