পচন রোগে লোকসানের শঙ্কা
পদ্মার বিস্তীর্ণ চর জুড়ে শুধুই টমেটো খেত। দীর্ঘদিন ধরে রাজবাড়ী সদর আর গোয়ালন্দ উপজেলার পদ্মার বিস্তীর্ণ চর জুড়ে বিভিন্ন জাতের টমেটোর আবাদ হয়ে আসছে। তবে এ বছর পচন রোগে খেতের অনেক টমেটো পচে যাচ্ছে। ফলে লোকসানের শঙ্কায় আছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, পচন রোগ ঠেকাতে নিয়মিত ছত্রাকনাশক ওষুধ দিতে পরামর্শ দেও