ছেলে-বউকে হারিয়ে সাজানো সংসার তছনছ জেসমিনের
‘মা, তুমি আমারে এত বুঝাও কেন? সবাই বের হয়েছে, আমি ঘরে থাকতে পারব না। আমি গুলি খেয়ে মারা গেলে তুমি শহীদের মা হবা। এত চিন্তা কইরো না।’ মায়ের সঙ্গে এই শেষ কথাগুলোই ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আব্দুর রহমান জিসানের।