শেষ মুহূর্তে নতুন টাকার দোকানে ভিড়
ঈদের বাকি আর দুই দিন। নতুন জামা-জুতা, টুপির পর এবার ভিড় লেগেছে নতুন টাকার দোকানগুলোতে। প্রিয়জনদের ‘সালামি’ দিতে রমজানের শেষ মুহূর্তে নতুন টাকার নোট সংগ্রহ করছেন অনেকেই। গুলিস্তান ও মতিঝিলের নতুন টাকার ব্যবসায়ীরা বলছেন, সারা বছরই নতুন টাকার কদর থাকলেও ঈদের আগে নতুন টাকার চাহিদা অনেক বেড়ে যায়