বলাকা কমিউটারের ইঞ্জিন ৩ বার বিকল, যাত্রীদের তোপের মুখে পালালেন চালক
যাত্রী সজীব হাসান বলেন, ‘স্টেশনমাস্টারকে অনুরোধ করে তিস্তা ট্রেনটি থামিয়ে যাত্রীদের ভোগান্তি দূর করতে। কিন্তু স্টেশনমাস্টার বিষয়টি গুরুত্ব দেয়নি। এ সময় উত্তেজিত যাত্রীরা স্টেশনমাস্টারের রুমের সামনে দাঁড়ায়। এরপর স্থানীয়রা বেশ কয়েকজন যাত্রীকে মারধর করে।’