খিলক্ষেতে এক দিনে ট্রেনের ধাক্কায় নিহত ৩
রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় একই দিনে তিনজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত রেলক্রসিংয়ে পৃথক তিন দুর্ঘটনায় তাঁরা নিহত হন। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও, এখন পর্যন্ত বাকি দুজনের পরিচয় জানা যায়নি।