করোনায় আক্রান্ত তামিমদের ‘টিম লিডার’ সুজন
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ দলের দুঃসংবাদ—করোনা পজিটিভ হয়েছেন খালেদ মাহমুদ সুজন। কাল করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। ফল এসেছে আজ। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজেও তামিমদের ‘টিম লিডার’ হিসেবে কাজ করার কথা ছিল সুজনের। করোনা পজিটিভ হওয়ায় আজ তাঁর টিম হোটেলে ওঠা হচ্ছে না।