গুদামে জায়গা নেই তবু চাল ও গম কেনার চেষ্টা
দেশের সরকারি খাদ্যগুদামের ধারণক্ষমতা ২১ লাখ টন। খাদ্য মন্ত্রণালয়ের গত ১৬ আগস্টের তথ্য অনুসারে, সরকারি গুদামে ২০ লাখ ৪৬ হাজার ৯৯৫ টন ধান, চাল ও গম মজুত আছে। সরকারি গুদামগুলো খাদ্যশস্যে ঠাসা থাকলেও আরও ১০ থেকে ১২ লাখ টন চাল ও গম কিনতে চায় খাদ্য মন্ত্রণালয়। এ জন্য সরকারি গুদামের জায়গা খালি করতে খাদ্যবা