গাছের যন্ত্রণা লাঘবে হিজড়ারা
ঘড়ির কাঁটায় তখন ঠিক বিকেল ৫টা। হলুদ রঙের টিশার্ট-ক্যাপ পরা কয়েক জনকে দেখা গেল শাবল দিয়ে গাছের গায়ে আটকানো পেরেক, তারকাঁটা অপসারণ করতে। ঘণ্টা দেড়েকের পরিশ্রমে প্রায় দুই কেজি পেরেক ও তারকাঁটা সরিয়েছেন তাঁরা বিভিন্ন গাছ থেকে। গতকাল বুধবার রংপুর-ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কের তাজহাট এলাকায় রাস্তার ধারে দেখা যা