জিয়ারত করতে গিয়ে দেখা যায় কবরে লাশ নেই, পাশের কবরও খোঁড়া
মনজুরুল হক বলেন, ‘আমার মা ২০২৩ সালের ২১ জুন বার্ধক্যজনিত কারণে মারা যান। তাঁর লাশ পাহাড়পুর-নুরপুর কবরস্থানে দাফন করা হয়। ৪০ দিন আগে বাবাও মারা গেছেন। বাবার লাশও এখানেই দাফন করা হয়েছে। পরিবারের লোকজন নিয়মিত কবর জিয়ারত করে। আজ ভোরে ছোট ভাই রইসুল হক কবর জিয়ারত করতে গিয়ে দেখতে পায়, কবর থেকে বাবার...