২ নম্বর নেতায় দেশ কখনো ১ নম্বর হবে না: উলিপুরে মুফতি ফয়জুল করীম
কুড়িগ্রামের উলিপুরে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, মান্দার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না। দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হবে না, হতে পারে না।