ভোরের আলোয় জমে উঠেছে পাঁচশিরার টাটকা মাছের বাজার
কালাইয়ের পাঁচশিরা এলাকায় ভোরের আলোর সঙ্গে সঙ্গে জমে উঠে টাটকা মাছের বাজার। আজ বুধবার সকাল থেকে টুপটুপ বৃষ্টি পড়ছে। এরই মধ্যে ছাতা নিয়ে টাটকা মাছ কিনতে এসেছেন অনেক লোকজন। স্থানীয় পুকুর ও নদী থেকে ক্রেতারা মাছ সংগ্রহ করে নিয়ে এখানকার মাছের আড়তে।