কীটনাশক ছিটিয়ে সংসার চলে মসলিমের
প্রতি মৌসুমে অন্তত ৬০০ বিঘা ইরি ও রোপা আমনের ফসলে সতর্কতা অবলম্বন করেই কীটনাশক ছিটান তিনি। জমিতে ধান রোপণ থেকে শুরু করে নিড়ানি, কীটনাশক ছিটানো, ধান কাটা, মাড়াই, গোলায় তোলা—সব কাজেই সমানতালে পারদর্শী তিনি। অন্যের জমিতে কাজ করেই চলে তাঁর সংসার। তিনি মো. মসলিম।