কক্সবাজারে পর্যটকদের ভিড়, হোটেল-মোটেলে কক্ষ খালি নেই
পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী জানুয়ারি মাস পর্যন্ত কক্সবাজারে পর্যটকদের আনাগোনা অব্যাহত থাকবে। শহরের অভিজাত ও মাঝারি মানের হোটেল, রিসোর্ট ও কটেজের কক্ষ আগাম বুকিং চলছে। অনেক হোটেলের চলতি মাসের বুকিং শেষ হয়ে গেছে।