কক্সবাজারের বাঁকখালী দখলে মেয়রও
রাজনীতিক, ব্যবসায়ী, আইনজীবী থেকে শুরু করে খোদ পৌরসভা কর্তৃপক্ষ দখল করে নিচ্ছে নদীতীরের জমি। কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় প্রায় ৬০০ হেক্টর জায়গা দখলে নিয়ে ভরাট করে ফেলা হয়েছে। কয়েক মাস আগেও যেখানে ছিল ম্যানগ্রোভ বা প্যারাবন, পাখপাখালির কিচিরমিচির; সেখানে এখন স্থাপনার পর স্থাপনা। প্রাকৃতিক দুর্যোগ