দুই মডেলের ‘অল-ইন-ওয়ান পিসি’ বাজারে আনল ওয়ালটন
আরও দুই মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। ইউনিফাই এস ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটার দেখতে যেমন নজরকাড়া ডিজাইনের, তেমনি অত্যাধুনিক বিভিন্ন ফিচারে ভরপুর।