১১ বছর পর এসি মিলানের উৎসব
এক সময়ের পরাশক্তি তারা। শক্তি হারিয়ে ধুঁকছিল অনেক দিন ধরে। লম্বা সময় দিগ্ভ্রান্ত হয়ে ছুটছিল এসি মিলান। অবশেষে অন্ধকার টানেলের শেষে গিয়ে আলোর দেখা পেল মিলান। জিতলেই শিরোপা, এমন সমীকরণে সাসুলোকে ৩-০ গোলে হারিয়ে সিরি ‘আ’র শিরোপার দেখা পেল মিলান।