বেনাপোল বন্দরে সবজির কার্টনে থ্রিপিস ও মাদক পাচার
বেনাপোল বন্দরে আমদানি করা সবজির (ক্যাপসিক্যাম) কার্টনে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস, সিসা (মাদক) ও ওষুধ আটক করেছে বেনাপোল কাস্টমস। তবে এ সময় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি কাস্টমস।