হ্যাকারদের চোখ উইন্ডোজ-১১–এর দিকে
কম্পিউটারের জন্য অ্যান্টিভাইরাস প্রস্তুতকারক বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ-১১ ডাউনলোড বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট কম্পিউটারগুলোতে অ্যাডওয়্যার ও এ সম্পর্কিত ম্যালওয়্যারের সংখ্যা অনেক বেড়েছে। হ্যাকাররাই আগ্রহী ব্যবহারকারীদের উইন্ডোজ-১১–এর ইনস্টলার লিংক সরবরাহ করছে।