ব্যাংকে ঋণ ৬০ কোটি টাকা, দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) বন্ধক রাখা জমি ছেলের নামে দান করার মামলায় ব্যবসায়ী বাবা ও ছেলের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান–এর ভার্চুয়াল আদালত এ আদেশ দেন। এতে দুদিনের মধ্যে অভিযুক্তদের পাসপোর্ট সিএমএম আদালতে জমার নির্দেশ দেওয়া হয়।