বড় বউয়ের নির্বাচনী প্রচারণায় ৩ বউকে নিয়ে মাঠে স্বামী
ছোট বউ রত্না বেগম বলেন, আমরা স্বামীসহ তিন সতিন মিলে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমাদের নিয়ে স্থানীয় ভোটারেরা ইতিবাচক আলোচনা করছেন। আমাদের বড় আপা এলাকায় বেশ জনপ্রিয়। আশা করি মানুষের ভালোবাসায় ভোটে জিততে পারব।