‘মহাপ্রসাদ’ খেয়ে অচেতন সব নিয়ে গেলেন সাধু বাবা
পোশাক আর চেহারা দেখেই নয়, তাঁর নানা ভেল্কিবাজিতে যেকোনো সাধারণ মানুষের মধ্যে সাধু বাবার ‘অলৌকিক ক্ষমতা’ সম্পর্কে বিশ্বাস তৈরি হতে পারে। কারণ, চোখের পলকে মাটি তুলে হাতের জাদুতে মাটিকে মিষ্টি তৈরি করে খাওয়ানো অথবা কাগজে ফুঁ দিয়ে আগুন ধরানো, কি না পারেন তিনি!