এবার শুরু হচ্ছে ই–মোটরসাইকেলের যুগ
ছোট ছোট পরিবেশবান্ধব উদ্যোগই পারে পৃথিবীকে টিকিয়ে রাখতে। এতে সামান্য হলেও অবদান রাখতে চান তরুণ উদ্যোক্তা অ্যাডাম রিজওয়ে। ইলেকট্রিক মোটরসাইকেল বানিয়ে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের পরিমাণ কমাতে চান তিনি। সে লক্ষ্যে ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন নিজের স্টার্টআপ ওয়ান মোটো।