ডিম ফুটে বেরিয়ে এল ২৮ টি অজগর বাচ্চা
অজগরের বাচ্চা ফুটানোয় নতুন মাইলফলক তৈরি করেছে চট্টগ্রাম চিড়িয়াখানা। ইনকিউবেটর পদ্ধতির মাধ্যমে দ্বিতীয়বারের মতো ২৮টি অজগর সাপের বাচ্চা ফুটানো হয়েছে এখানে। বাংলাদেশে এই পদ্ধতিতে অজগর সাপের বাচ্চা ফুটানোর নজির এই প্রথম।