অনেক মেসেজিং প্ল্যাটফর্মে মতো হোয়াটসঅ্যাপও একটি গ্রুপ তৈরি করার সুবিধা দেয়। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট পরিবার, বন্ধু, সহকর্মী বা অন্য যেকোনো গ্রুপের সঙ্গে একসঙ্গে কথা বলার সুযোগ দেয়। গ্রুপ চ্যাটের মাধ্যমে টেক্সট ছাড়াও ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্ট পাঠানোর যায়।
ফোনের কন্টাক্ট লিস্টে থাকা সর্বোচ্চ ১ হাজার ২৪ জন পর্যন্ত ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যায়।
অ্যান্ড্রয়েডে গ্রুপ খুলবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা ‘নিউ চ্যাট’ (প্লাস আইকোন) অপশনে ট্যাপ করুন।
৩. এবার ‘নিউ গ্রুপ’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন কন্টাক্ট তালিকা থেকে পছন্দমতো গ্রুপ সদস্য নির্বাচন করুন বা ওপরের দিকে সার্চ বাটনের মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে বের করুন। কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকলে তাদের এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।৫. এবার নিচের দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন।
৬. এখন ‘গ্রুপ নেম’-এর জায়গায় পছন্দমতো নাম টাইপ করুন। তবে এই নাম সর্বোচ্চ ১০০টি অক্ষরে হতে পারবে।
৭. নামের সঙ্গে ইমোজি যুক্ত করতে চাইলে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।
৮. গ্রুপের ছবি দিতে চাইলে গ্রুপের নামের পাশে থাকা ক্যামেরা বাটনে ট্যাপ করুন। ফলে নিচের দিকে একটি ছোট মেনু চালু হবে। মেনু থেকে ক্যামেরা, গ্যালারি, ইমোজি অ্যান্ড স্টিকারস এবং সার্চ টু ওয়েব অপশনের মাধ্যমে গ্রুপের জন্য ছবি নির্বাচন করতে পারবেন।
৯. এখন নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট তৈরি হবে। পরবর্তীকালে পছন্দমতো সদস্যও যুক্ত করা যাবে।
ফোনের কন্টাক্টের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো
১. গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
২. এবার ‘অ্যাড’ অপশনে ট্যাপ করুন এবং কন্টাক্ট নির্বাচন করুন। যদি কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকে, তবে তাদের একটি এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো হবে।
৩. কন্টাক্ট নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে এ ট্যাপ করুন।
৪. বিকল্পভাবে চ্যাটের শুরুতে স্ক্রল করে ‘অ্যাড মেম্বারস’ অপশনে ট্যাপ করেও নতুন সদস্যদের আমন্ত্রণ জানাতে পারেন।
লিংক বা কিউআর কোডের মাধ্যমে গ্রুপে আমন্ত্রণ পাঠানো
গ্রুপ অ্যাডমিনরা লিংক বা কিউআর কোড শেয়ার করে লোকজনকে গ্রুপে যোগ দিতে আমন্ত্রণ জানাতে পারেন। এ জন্য গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
তবে খেয়াল রাখতে হবে, যেকোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে গ্রুপের লিংক শেয়ার করলে তারা সহজেই গ্রুপে যোগ দিতে পারে। তাই এই ফিচারটি কেবল বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সঙ্গে ব্যবহার করা উচিত। কেউ লিংকটি ফরওয়ার্ড করে অন্যদের কাছে পাঠাতে পারে এবং তারা গ্রুপে যোগ দিতে পারে। এতে গ্রুপ অ্যাডমিনের কাছ থেকে কোনো অতিরিক্ত অনুমতি প্রয়োজন হবে না।
অনেক মেসেজিং প্ল্যাটফর্মে মতো হোয়াটসঅ্যাপও একটি গ্রুপ তৈরি করার সুবিধা দেয়। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট পরিবার, বন্ধু, সহকর্মী বা অন্য যেকোনো গ্রুপের সঙ্গে একসঙ্গে কথা বলার সুযোগ দেয়। গ্রুপ চ্যাটের মাধ্যমে টেক্সট ছাড়াও ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্ট পাঠানোর যায়।
ফোনের কন্টাক্ট লিস্টে থাকা সর্বোচ্চ ১ হাজার ২৪ জন পর্যন্ত ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যায়।
অ্যান্ড্রয়েডে গ্রুপ খুলবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা ‘নিউ চ্যাট’ (প্লাস আইকোন) অপশনে ট্যাপ করুন।
৩. এবার ‘নিউ গ্রুপ’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন কন্টাক্ট তালিকা থেকে পছন্দমতো গ্রুপ সদস্য নির্বাচন করুন বা ওপরের দিকে সার্চ বাটনের মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে বের করুন। কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকলে তাদের এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।৫. এবার নিচের দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন।
৬. এখন ‘গ্রুপ নেম’-এর জায়গায় পছন্দমতো নাম টাইপ করুন। তবে এই নাম সর্বোচ্চ ১০০টি অক্ষরে হতে পারবে।
৭. নামের সঙ্গে ইমোজি যুক্ত করতে চাইলে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।
৮. গ্রুপের ছবি দিতে চাইলে গ্রুপের নামের পাশে থাকা ক্যামেরা বাটনে ট্যাপ করুন। ফলে নিচের দিকে একটি ছোট মেনু চালু হবে। মেনু থেকে ক্যামেরা, গ্যালারি, ইমোজি অ্যান্ড স্টিকারস এবং সার্চ টু ওয়েব অপশনের মাধ্যমে গ্রুপের জন্য ছবি নির্বাচন করতে পারবেন।
৯. এখন নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট তৈরি হবে। পরবর্তীকালে পছন্দমতো সদস্যও যুক্ত করা যাবে।
ফোনের কন্টাক্টের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো
১. গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
২. এবার ‘অ্যাড’ অপশনে ট্যাপ করুন এবং কন্টাক্ট নির্বাচন করুন। যদি কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকে, তবে তাদের একটি এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো হবে।
৩. কন্টাক্ট নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে এ ট্যাপ করুন।
৪. বিকল্পভাবে চ্যাটের শুরুতে স্ক্রল করে ‘অ্যাড মেম্বারস’ অপশনে ট্যাপ করেও নতুন সদস্যদের আমন্ত্রণ জানাতে পারেন।
লিংক বা কিউআর কোডের মাধ্যমে গ্রুপে আমন্ত্রণ পাঠানো
গ্রুপ অ্যাডমিনরা লিংক বা কিউআর কোড শেয়ার করে লোকজনকে গ্রুপে যোগ দিতে আমন্ত্রণ জানাতে পারেন। এ জন্য গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
তবে খেয়াল রাখতে হবে, যেকোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে গ্রুপের লিংক শেয়ার করলে তারা সহজেই গ্রুপে যোগ দিতে পারে। তাই এই ফিচারটি কেবল বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সঙ্গে ব্যবহার করা উচিত। কেউ লিংকটি ফরওয়ার্ড করে অন্যদের কাছে পাঠাতে পারে এবং তারা গ্রুপে যোগ দিতে পারে। এতে গ্রুপ অ্যাডমিনের কাছ থেকে কোনো অতিরিক্ত অনুমতি প্রয়োজন হবে না।
রিয়েলমি আবারও নতুন চমক নিয়ে আসছে। রিয়েলমি ‘সি ৭৫’ লাইনআপের আরও আধুনিক একটি ডিভাইস রিয়েলমি ‘সি ৭৫ এক্স’ দেশের বাজারে আসছে শিগগির।
৮ ঘণ্টা আগেবৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত নোট ৫০ সিরিজ। এই সিরিজে তিনটি মডেল—নোট ৫০, নোট ৫০ প্রো এবং নোট ৫০ প্রো প্লাস—বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য ডিজাইন করা হয়েছে।
১১ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া হিসেবে প্রযুক্তি বিশ্বে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল ফেসবুকের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রাসঙ্গিকতা কমছে বলেই মনে করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তবে ২০২২ সালে ফেসবুকের ব্যবহার বাড়াতে তিনি এক ‘উদ্ভট’ ধারণা দিয়েছিলেন—সবার বন্ধুতালিকা মুছে ফেলা!
১১ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিকস কার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। এই সিরিজে তিনটি আলাদা মডেল আসছে, যার মধ্যে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ১৬ জিবি ও ৮ জিবি সংস্করণ আজ থেকেই বিক্রি করা হবে। অন্যদিকে তুলনামূলক সস্তা আরটিএক্স ৫০৬০ (নন-টিআই) মডেলটি আগামী মে মাসে বাজারে আসবে
১৩ ঘণ্টা আগে