অনলাইন ডেস্ক
রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
খুব সহজেই এসব স্টিকার বা জিআইএফ পাঠানো যায়। তবে এ জন্য ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিতে হবে।
রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২ . যাকে বা যে গ্রুপে স্টিকার পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা স্টিকার আইকোনে ট্যাপ করুন। এটি সবচেয়ে ডানে থাকবে।
৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’ শব্দটি লিখুন।
৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো স্টিকার দেখা যাবে।
৭. স্টিকারের তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের স্টিকারের ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত স্টিকারটি অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
রমজানের জিআইএফ পাঠাবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২ . যাকে বা যে গ্রুপে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা জিআইএফ আইকোনে ট্যাপ করুন।
৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’শব্দটি লিখুন।
৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো জিআইএফ দেখা যাবে।
৭. জিআইএফ তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের জিআইএফ–এর ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত জিআইএফ অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
খুব সহজেই এসব স্টিকার বা জিআইএফ পাঠানো যায়। তবে এ জন্য ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিতে হবে।
রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২ . যাকে বা যে গ্রুপে স্টিকার পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা স্টিকার আইকোনে ট্যাপ করুন। এটি সবচেয়ে ডানে থাকবে।
৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’ শব্দটি লিখুন।
৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো স্টিকার দেখা যাবে।
৭. স্টিকারের তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের স্টিকারের ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত স্টিকারটি অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
রমজানের জিআইএফ পাঠাবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২ . যাকে বা যে গ্রুপে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা জিআইএফ আইকোনে ট্যাপ করুন।
৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’শব্দটি লিখুন।
৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো জিআইএফ দেখা যাবে।
৭. জিআইএফ তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের জিআইএফ–এর ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত জিআইএফ অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৬ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে