৮ জিবি র্যামের নতুন স্মার্টফোন ওয়াই২০০ ভারতের বাজারে আনল ভিভো। ৪৪ ওয়াটের চার্জিং ক্ষমতার স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫ জি, স্যামসাং গ্যালাক্সি এম ৩৪ ও রেডমি নোট ১২ ৫জি মডেলগুলোর সঙ্গে এই ফোন প্রতিযোগিতা করবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফোনটির ক্যামেরায় নাইট মোড, টাইম-ল্যাপস ভিডিও, ডুয়াল ভিউ, প্রোটেইট, স্লো মোশনসহ বিভিন্ন ফিচার রয়েছে।
ভিভো ওয়াই ২০০ এর দাম ও রং
ভিভো ওয়াই ২০০ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২১ হাজার ৯৯৯ রুপি। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২৪ হাজার ৯৯৯ রুপি।
ফোনটি জঙ্গল গ্রিন (গাঢ় সবুজ) ও ডেসার্ট গোল্ড (হালকা সোনালি) রঙে পাওয়া যাবে।
ভিভো ওয়াই ২০০ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা-অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬২ দশমিক ৩৫ x ৭৪ দশমিক ৮৫ x৭ দশমিক ৬৯ এমএম
ওজন: ১৯০ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে (১০৮০ x ২৪০০ পিক্সেলস)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: ৬ এনএম স্ন্যাপড্রাগন ৪ জেন
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর ৪ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫ দশমিক ২
আইপি রেটিং: আইপি ৫৪
ইউএসবি: ২ দশমিক শূন্য
ব্যাটারি: ৪৮০০ এমএএইচ
চার্জিং: ৪৪ ওয়াট
৮ জিবি র্যামের নতুন স্মার্টফোন ওয়াই২০০ ভারতের বাজারে আনল ভিভো। ৪৪ ওয়াটের চার্জিং ক্ষমতার স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫ জি, স্যামসাং গ্যালাক্সি এম ৩৪ ও রেডমি নোট ১২ ৫জি মডেলগুলোর সঙ্গে এই ফোন প্রতিযোগিতা করবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফোনটির ক্যামেরায় নাইট মোড, টাইম-ল্যাপস ভিডিও, ডুয়াল ভিউ, প্রোটেইট, স্লো মোশনসহ বিভিন্ন ফিচার রয়েছে।
ভিভো ওয়াই ২০০ এর দাম ও রং
ভিভো ওয়াই ২০০ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২১ হাজার ৯৯৯ রুপি। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২৪ হাজার ৯৯৯ রুপি।
ফোনটি জঙ্গল গ্রিন (গাঢ় সবুজ) ও ডেসার্ট গোল্ড (হালকা সোনালি) রঙে পাওয়া যাবে।
ভিভো ওয়াই ২০০ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা-অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬২ দশমিক ৩৫ x ৭৪ দশমিক ৮৫ x৭ দশমিক ৬৯ এমএম
ওজন: ১৯০ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে (১০৮০ x ২৪০০ পিক্সেলস)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: ৬ এনএম স্ন্যাপড্রাগন ৪ জেন
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর ৪ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫ দশমিক ২
আইপি রেটিং: আইপি ৫৪
ইউএসবি: ২ দশমিক শূন্য
ব্যাটারি: ৪৮০০ এমএএইচ
চার্জিং: ৪৪ ওয়াট
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে