চীনে রেডমি ১৩ সিরিজের নতুন মডেলরেডমি নোট ১৩ আর উন্মোচন করল শাওমি। ফোনটির পেছনে আকর্ষণীয় ডুয়েল গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে। এতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২। ফোনটি তিনটি রং ও চারটি র্যামের সংস্করণে পাওয়া যাবে।
গত বছর শাওমি ১২আর মডেল উন্মোচন করে। তারই উত্তরসূরি হলো এই ফোন। তবে এই মডেল এখন শুধু চীনের বাজারের জন্য ছাড়া হয়েছে।
রেডমি নোট ১৩আর এর দাম ও রং
র্যামের ভিত্তিতে রেডমি নোট ১৩আর চারটি সংস্করণে পাওয়া যাবে। এগুলো দাম উল্লেখ করা হলো—
৬ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৩৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২২ হাজার ৬৭৭ টাকা
৮ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২৫ হাজার ৯১৯ টাকা
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২৯ হাজার ১৬১ টাকা
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩২ হাজার ৪০২ টাকা
ক্রিস্টাল সিলভার (রুপালি), লাইট সি ব্লু (হালকা নীল) ও মিডনাইট ব্ল্যাক (কালো) –এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।
রেডমি নোট ১৩ আর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
আয়তন: ১৬৮ x ৬ দশমিক ২৮ x৮ দশমিক ৩২ এমএম
ওজন: ২০৫ গ্রাম
সিম: ডুয়েল সিম (ন্যানো)
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যামপ্লিং রেট: ২৪০ হার্টজ
ব্রাইটনেস: ৫৫০ নিটস
অপারেটিং সিস্টেম: হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৪ জেন ২
মেমোরি: ৬ জিবি, ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
চীনে রেডমি ১৩ সিরিজের নতুন মডেলরেডমি নোট ১৩ আর উন্মোচন করল শাওমি। ফোনটির পেছনে আকর্ষণীয় ডুয়েল গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে। এতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২। ফোনটি তিনটি রং ও চারটি র্যামের সংস্করণে পাওয়া যাবে।
গত বছর শাওমি ১২আর মডেল উন্মোচন করে। তারই উত্তরসূরি হলো এই ফোন। তবে এই মডেল এখন শুধু চীনের বাজারের জন্য ছাড়া হয়েছে।
রেডমি নোট ১৩আর এর দাম ও রং
র্যামের ভিত্তিতে রেডমি নোট ১৩আর চারটি সংস্করণে পাওয়া যাবে। এগুলো দাম উল্লেখ করা হলো—
৬ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৩৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২২ হাজার ৬৭৭ টাকা
৮ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২৫ হাজার ৯১৯ টাকা
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২৯ হাজার ১৬১ টাকা
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩২ হাজার ৪০২ টাকা
ক্রিস্টাল সিলভার (রুপালি), লাইট সি ব্লু (হালকা নীল) ও মিডনাইট ব্ল্যাক (কালো) –এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।
রেডমি নোট ১৩ আর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
আয়তন: ১৬৮ x ৬ দশমিক ২৮ x৮ দশমিক ৩২ এমএম
ওজন: ২০৫ গ্রাম
সিম: ডুয়েল সিম (ন্যানো)
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যামপ্লিং রেট: ২৪০ হার্টজ
ব্রাইটনেস: ৫৫০ নিটস
অপারেটিং সিস্টেম: হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৪ জেন ২
মেমোরি: ৬ জিবি, ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৪ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৬ ঘণ্টা আগে