Ajker Patrika

অ্যাপলের এয়ারপডস ৪ উন্মোচন, দাম ও ফিচার জেনে নিন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২২
অ্যাপলের এয়ারপডস ৪ উন্মোচন, দাম ও ফিচার জেনে নিন

আইফোন ১৬ সিরিজ ও অ্যাপল ওয়াচের পাশাপাশি নতুন এয়ারপডস ৪-এর দুটি সংস্করণ উন্মোচন করেছে অ্যাপল। দুটো মডেলেই নতুন ডিজাইন, ইউএসবি-সি চার্জিং এবং নতুন প্রসেসর রয়েছে। এর মধ্যে তুলনামূলক দামি মডেলটিতে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) ফিচার রয়েছে। ফিচারটি আশপাশের পরিবেশের অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত শব্দ কমাতে সাহায্য করে। এয়ারপডসগুলো মেশিন লার্নিং এবং গেসচার কন্ট্রোল ব্যবহার করে এমন ফিচারও সমর্থন করে। 

কোম্পানির মতে, তাদের সর্বশেষ ইয়ারবাডগুলো পড়ে মাথা ওপরে বা নিচে নড়িয়ে সহজে সিরিকে নির্দশনা দেওয়া যায়। 

এয়ারপডস ৪–এর দাম 
এএনসি ফিচার ছাড়া এয়ারপডস ৪-এর দাম ১২৯ ডলার (প্রায় ১৫ হাজার ৪২৮ টাকা) এবং এএনসি ফিচারসহ এয়ারপডস ৪-এর দাম ১৭৯ ডলার (প্রায় ২১ হাজার ৪০৮ টাকা)। 

এয়ারপডসগুলো প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে এবং খুচরা বাজারে এর বিক্রি আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। 

অ্যাপল জানিয়েছে, নতুন এয়ারপডসগুলো একবার চার্জে ৩০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এয়ারপডসগুলোর কেস পূর্ববর্তী সংস্করণগুলোর চেয়ে ছোট। এটি অ্যাপলের ‘ফাইন্ড মাই’ফিচার সমর্থন করে। এয়াপডসগুলো কোথাও হারিয়ে ফেললে এই ফিচার সেগুলো খুঁজে পেতে সাহায্য করবে। এএনসি সংস্করণের 

এয়ারপডস ৪-এ একটি ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলেশন মোড রয়েছে। সেই সঙ্গে একটি ট্রান্সপারেন্সি মোড রয়েছে, যা আপনাকে আপনার পরিবেশের বিভিন্ন কিছু শুনতে সাহায্য করবে।

এয়ারপডস ৪-এ এইচ-২ চিপ ব্যবহার করা হয়েছে। এয়ারপডস ৪-এ একটি নতুন ফোর্স সেন্সর রয়েছে, যা দ্রুত মিডিয়া প্লে বা পজ করতে এবং কল মিউট বা শেষ করতে সাহায্য করে। নতুন চিপটি অডিও লেটেন্সি ৪৮ এইচজিতে কমিয়ে দেয় এবং ১৬-বিট অডিও সমর্থন করে। 

অ্যাপল একটি নতুন মোডও পরিচয় করিয়েছে, যার নাম ‘অ্যাডপটিভ অডিও’। এই মোড আপনার ইয়ারবাডসের ভলিউম স্তর পরিবেশের শব্দ স্তরের সঙ্গে সমন্বয় করে। এ ছাড়া একটি নতুন ফিচার ‘কনভার্সেশন অ্যাওয়ারনেস’ যোগ করা হয়েছে, যা কথা বলার সময় স্বয়ংক্রিয়ভাবে মিউজিকের ভলিউম কমিয়ে দেয়। 

এয়ারপডস ম্যাক্সে ইউএসবি-সি পোর্ট যুক্ত করা হয়েছে। এটি এখন মিডনাইট, স্টারলাইট, ব্লু, পার্পল এবং অরেঞ্জ রঙে পাওয়া যাবে। এ ছাড়া, এয়ারপডস প্রো ২-তে শ্রবণ স্বাস্থ্যের জন্য বিভিন্ন ফিচার অন্তভুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাকটিভ হিয়ারিং প্রোটেকশন। ফিচারটি কম শ্রবণক্ষমতা সম্পন্ন মানুষের সাহায্য করবে। নতুন ফিচারের মাধ্যমে এয়ারপডসটি অনেকটা হেয়ারিং এইড হিসেবে কাজ করবে। 

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত