ভালো ক্যামেরা নিয়ে বাজারে আসছে ভিভোর ভি সিরিজের ফোন ভি২৯ই। এই ফোনের সেলফি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল ও পেছনের ক্যামেরায় আছে ৬৪ মেগাপিক্সেল সেনসর। ফোনটি সোমবার ভারতের বাজারে ছাড়া হয়েছে বলে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়।
ভি২৯ই ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা আছে। কোম্পানির দাবি, সেলফি ক্যামেরায় ‘আই অটো ফোকাস’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ক্যামেরাকে আরও ভালো ফোকাস করতে সাহায্য করবে।
ভি২৯ই স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল (প্রধান ক্যামেরা) ও ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা)
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ক্যামেরা ফিচার: প্রোট্রেইট, মাইক্রো মুভি, প্যানো, স্লো-মো, ডাবল এক্সপোসার, ডুয়াল ভিউ, সুপারমুন ও লাইট ইফেক্ট
নেটওয়ার্ক: ৫ জি
পুরুত্ব: ৭.৫৭ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬.৭৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।
গঠন: ফোনটির পেছনে রয়েছে গ্লাস ফিনিস (কাচের তৈরি)।
রেজল্যুশন: ফুল এইচডি (২৪০০ x ১০৮০ পিক্সেল)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ফানটাচ ওস।
চিপসেট: কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৬৯৫
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৪৪ ওয়াট
চার্জিং পোর্ট : টাইপ সি
রং: আর্টিস্টিক রেড (লাল) ও আর্টিস্টিক ব্লু (নীল)
ভি ২৯ই ফোনটির দাম ও রং
ভি ২৯ই ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি ভার্সন পাওয়া যাচ্ছে। তবে দুই ভার্সনের র্যাম ৮ জিবি। ১২৮ জিবি ভার্সনটির দাম ২৬ হাজার ৯৯৯ রুপি ও ২৫৬ জিবি ভার্সনটির দাম ২৮ হাজার ৯৯৯ রুপি।
ফোনটি ‘আর্টিস্টিক রেড’ (লাল) ও ‘আর্টিস্টিক ব্লু’ (নীল) রঙে পাওয়া যাবে। তবে লাল রঙের ফোনটিতে ‘রং–পরিবর্তনশীল প্রযুক্তি’ ব্যবহার করা হয়েছে।
ভারতের ভিভোর ই স্টোর, ফ্লিপকার্ট ও ভিভোর অফিশিয়াল দোকানে ফোনটি পাওয়া যাবে।
ভালো ক্যামেরা নিয়ে বাজারে আসছে ভিভোর ভি সিরিজের ফোন ভি২৯ই। এই ফোনের সেলফি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল ও পেছনের ক্যামেরায় আছে ৬৪ মেগাপিক্সেল সেনসর। ফোনটি সোমবার ভারতের বাজারে ছাড়া হয়েছে বলে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়।
ভি২৯ই ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা আছে। কোম্পানির দাবি, সেলফি ক্যামেরায় ‘আই অটো ফোকাস’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ক্যামেরাকে আরও ভালো ফোকাস করতে সাহায্য করবে।
ভি২৯ই স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল (প্রধান ক্যামেরা) ও ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা)
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ক্যামেরা ফিচার: প্রোট্রেইট, মাইক্রো মুভি, প্যানো, স্লো-মো, ডাবল এক্সপোসার, ডুয়াল ভিউ, সুপারমুন ও লাইট ইফেক্ট
নেটওয়ার্ক: ৫ জি
পুরুত্ব: ৭.৫৭ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬.৭৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।
গঠন: ফোনটির পেছনে রয়েছে গ্লাস ফিনিস (কাচের তৈরি)।
রেজল্যুশন: ফুল এইচডি (২৪০০ x ১০৮০ পিক্সেল)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ফানটাচ ওস।
চিপসেট: কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৬৯৫
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৪৪ ওয়াট
চার্জিং পোর্ট : টাইপ সি
রং: আর্টিস্টিক রেড (লাল) ও আর্টিস্টিক ব্লু (নীল)
ভি ২৯ই ফোনটির দাম ও রং
ভি ২৯ই ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি ভার্সন পাওয়া যাচ্ছে। তবে দুই ভার্সনের র্যাম ৮ জিবি। ১২৮ জিবি ভার্সনটির দাম ২৬ হাজার ৯৯৯ রুপি ও ২৫৬ জিবি ভার্সনটির দাম ২৮ হাজার ৯৯৯ রুপি।
ফোনটি ‘আর্টিস্টিক রেড’ (লাল) ও ‘আর্টিস্টিক ব্লু’ (নীল) রঙে পাওয়া যাবে। তবে লাল রঙের ফোনটিতে ‘রং–পরিবর্তনশীল প্রযুক্তি’ ব্যবহার করা হয়েছে।
ভারতের ভিভোর ই স্টোর, ফ্লিপকার্ট ও ভিভোর অফিশিয়াল দোকানে ফোনটি পাওয়া যাবে।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে