কিছুদিন পর পর আইফোন ১৬ সিরিজ নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার এক ভিডিওয়ের মাধ্যমে এই সিরিজের ক্যামেরার প্রায় পুরো স্পেসিফিকেশনই জানা গেছে। ভিডিও অনুসারে, এই সিরিজের সাধারণ ও প্লাস মডেলে দুটি এবং প্রো মডেলগুলোতে তিনটি ক্যামেরা থাকতে পারে।
জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার বলছে, আইফোন ১৬ সিরিজের ক্যামেরা ইউনিট ও অ্যাকশন বাটনের তথ্য ফাঁস হয়েছে। এক ভিডিওতে সিরিজটির ডামি মডেলগুলো দেখা গেয়েছে। ভিডিও অনুসারে, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে এফ/ ১ দশমিক ৬ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড ক্যামেরা রয়েছে, যা ২ এক্স পর্যন্ত জুম করতে পারবে। সেই সঙ্গে এফ/ ১ দশমিক ২ অ্যাপারচারসহ আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যা দশমিক ৫ এক্স পর্যন্ত জুম করতে পারবে। আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলের চেয়ে এবারের অ্যাপারচারগুলো আরও উন্নত হবে।
আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলের ক্যামেরা ইউনিট উল্লম্বভাবে সাজানো থাকবে। প্রথমবারের মতে প্রো মডেল ছাড়াও আইফোন ১৬ সিরিজের মডেলগুলোতে ম্যাক্রো ফটোগ্রাফির সমর্থন দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে ওয়াইড, আলট্রা ও টেলিফটো ক্যামেরা নিয়ে ত্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এর আগে শুধু আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলেই টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছিল। আইফোন ১৬ সিরিজের প্রো মডেলগুলোতে ২ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ১ দশমিক ৭৮ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সেই সঙ্গে ৫ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ২ দশমিক ৮ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকতে পারে। এ ছাড়া আলট্রা ওয়াইড ক্যামেরাতে ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হতে পারে, যার সঙ্গে পিক্সেল-বিনিং ফিচার যুক্ত হবে। ফিচারটি পূর্ণ রেজল্যুশনে ছবি তোলার সময় ০.৭ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে এবং কোয়াড পিক্সেল মোডে ব্যবহৃত হলে ১.৪ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বিদ্যমান HEIF, JPEG, HEIF Max, ProRaw, এবং ProRAW Max-এর পাশাপাশি আইফোন ১৬ সিরিজের মডেলগুলো একটি নতুন ইমেজ ফরম্যাট ‘JPEG-XL’ সমর্থন করবে। আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৩কে ভিডিও প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেম ডলবি ভিশন সমর্থন করবে।
এ ছাড়া আইফোন ১৬ এর সব মডেলে নতুন একটি ক্যাপচার বাটন যুক্ত করা হতে পারে যা ব্যবহারকারীদের ক্যামেরা চালু করা বা ভিডিও ধারণ করার মতো বিভিন্ন কাজে দেবে। এটি সম্ভবত নিচের ডান কোনায় রাখা হবে এবং ক্যাপাসিটিভ (হাতের স্পর্শে কাজ করার প্রযুক্তি) হতে পারে। বাটনটি ডিএসএলআর–এর মতো জুম ইন ও জুম আউট করার জন্য ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র:৩৬০ গ্যাজেটস
কিছুদিন পর পর আইফোন ১৬ সিরিজ নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার এক ভিডিওয়ের মাধ্যমে এই সিরিজের ক্যামেরার প্রায় পুরো স্পেসিফিকেশনই জানা গেছে। ভিডিও অনুসারে, এই সিরিজের সাধারণ ও প্লাস মডেলে দুটি এবং প্রো মডেলগুলোতে তিনটি ক্যামেরা থাকতে পারে।
জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার বলছে, আইফোন ১৬ সিরিজের ক্যামেরা ইউনিট ও অ্যাকশন বাটনের তথ্য ফাঁস হয়েছে। এক ভিডিওতে সিরিজটির ডামি মডেলগুলো দেখা গেয়েছে। ভিডিও অনুসারে, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে এফ/ ১ দশমিক ৬ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড ক্যামেরা রয়েছে, যা ২ এক্স পর্যন্ত জুম করতে পারবে। সেই সঙ্গে এফ/ ১ দশমিক ২ অ্যাপারচারসহ আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যা দশমিক ৫ এক্স পর্যন্ত জুম করতে পারবে। আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলের চেয়ে এবারের অ্যাপারচারগুলো আরও উন্নত হবে।
আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলের ক্যামেরা ইউনিট উল্লম্বভাবে সাজানো থাকবে। প্রথমবারের মতে প্রো মডেল ছাড়াও আইফোন ১৬ সিরিজের মডেলগুলোতে ম্যাক্রো ফটোগ্রাফির সমর্থন দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে ওয়াইড, আলট্রা ও টেলিফটো ক্যামেরা নিয়ে ত্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এর আগে শুধু আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলেই টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছিল। আইফোন ১৬ সিরিজের প্রো মডেলগুলোতে ২ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ১ দশমিক ৭৮ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সেই সঙ্গে ৫ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ২ দশমিক ৮ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকতে পারে। এ ছাড়া আলট্রা ওয়াইড ক্যামেরাতে ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হতে পারে, যার সঙ্গে পিক্সেল-বিনিং ফিচার যুক্ত হবে। ফিচারটি পূর্ণ রেজল্যুশনে ছবি তোলার সময় ০.৭ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে এবং কোয়াড পিক্সেল মোডে ব্যবহৃত হলে ১.৪ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বিদ্যমান HEIF, JPEG, HEIF Max, ProRaw, এবং ProRAW Max-এর পাশাপাশি আইফোন ১৬ সিরিজের মডেলগুলো একটি নতুন ইমেজ ফরম্যাট ‘JPEG-XL’ সমর্থন করবে। আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৩কে ভিডিও প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেম ডলবি ভিশন সমর্থন করবে।
এ ছাড়া আইফোন ১৬ এর সব মডেলে নতুন একটি ক্যাপচার বাটন যুক্ত করা হতে পারে যা ব্যবহারকারীদের ক্যামেরা চালু করা বা ভিডিও ধারণ করার মতো বিভিন্ন কাজে দেবে। এটি সম্ভবত নিচের ডান কোনায় রাখা হবে এবং ক্যাপাসিটিভ (হাতের স্পর্শে কাজ করার প্রযুক্তি) হতে পারে। বাটনটি ডিএসএলআর–এর মতো জুম ইন ও জুম আউট করার জন্য ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র:৩৬০ গ্যাজেটস
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১৫ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১৬ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১৭ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১৮ ঘণ্টা আগে